টানা এক মাস রোজা রাখার পর আসে ঈদ। এ দিনে আনন্দে মেতে ওঠেন মুসলমানরা। এই ঈদ ঘিরে থাকে নানান পরিকল্পনাও। নাড়ির টানে কেউ ছুটে যান গ্রামের বাড়ি, আবার কেউ স্বজনদের নিয়ে বেরিয়ে পড়েন ঘোরাঘুরিতে।
এমন উৎসবে যদি অফিস থেকে ১০ দিন ছুটি পান কেমন হবে? কিছুটা অবিশ্বাস্য হলেও এমনটাই হতে যাচ্ছে এবারের ঈদুল ফিতরে। কারণ, শবে কদর, পহেলা বৈশাখ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ঈদে বড় বন্ধ পেতে পারেন সরকারি চাকরিজীবীরা।
চাঁদ দেখা সাপেক্ষে ১০ বা ১১ এপ্রিল ঈদের দিন হতে পারে। সাধারণত আমাদের দেশে ২৯ রমজান থেকে শুরু হয় তিন দিন বা চার দিনের ঈদের ছুটি। সে অনুযায়ী ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে ঈদের ছুটি শুরু হতে যাচ্ছে। এরপর ১২ ও ১৩ এপ্রিল সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)। আর ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি শেষে ফের অফিস শুরু হবে ১৫ এপ্রিল (সোমবার)। এ হিসাবে ছুটি মিলছে ছয় দিনের।
এদিকে, ঈদের ছুটির আগে ৫ ও ৬ এপ্রিল শুক্র ও শনিবার। ৭ এপ্রিল (সোমবার) শবে কদরের বন্ধ থাকছে। মাঝে ৮ এপ্রিল এক দিন কর্মদিবস থাকছে সরকারি চাকরিজীবীদের। তাই এ দিনটি ছুটি নিলেই তারা একসঙ্গে কাটাতে পারবেন ১০ দিন।
এবার রমজান মাস ৩০ দিনের হতে পারে বলে আগেই জানিয়ে দিয়েছে আরব আমিরাত। ফলে দেশটিতে ঈদুল ফিতর পালিত হতে যাচ্ছে ১০ এপ্রিল।