বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে কখন সরবরাহ ব্যবস্থা চালু হবে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি তিতাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি করপোরেশনের উন্নয়ন কাজের সময় নিয়োজিত ঠিকাদার কর্তৃক গ্যাসলাইনের ক্ষতি হয়। এ কারণে উত্তর এবং দক্ষিণখানে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ আছে। উক্ত পাইপ লাইনের মেরামত কাজ চলমান রয়েছে।
তিতাস জানায়, দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে কখন তা চালু হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কোনো তথ্য দিতে পারেনি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানটি।