চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় হাতির আক্রমণে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মার্চ) বিকেলে পুলিশ ও বন বিভাগ বেলগাঁও চা বাগানের সাধনপুর পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।
রামদাশহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাগচী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয় জনগণ পাহাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে পুকুরিয়া বেলগাঁও চা বাগান কর্তৃপক্ষকে জানান। বাগানের ব্যবস্থাপক মো. আবুল বাশার বিষয়টি পুলিশ এবং বনবিভাগকে অবহিত করেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।’
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বন কর্মকর্তা (কালীপুর রেঞ্জ) মনোয়ার হোসেন জানিয়েছেন, ফজরের নামাজের পরে পারিবারিক কবরস্থানে জিয়ারত করার সময় একটি হাতি তাকে আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন। বন বিভাগের একটি দল ঘটনাটি পরিদর্শন করতে ঘটনাস্থলে গেছেন, বলেন তিনি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, স্থানীয় বাসিন্দারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনোয়ার আরও বলেন, আমরা নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের আবেদন করতে বলেছি। তারা আবেদন করলে আইন অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন।
স্থানীয়রা জানিয়েছে, স্থানীয় জনগণ পাহাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে পুকুরিয়া বেলগাঁও চা বাগান কর্তৃপক্ষকে জানায়। বাগানের ব্যবস্থাপক মো. আবুল বাশার বিষয়টি পুলিশ এবং বনবিভাগকে অবহিত করেন। পরে এলাকাবাসীর সঙ্গে বনবিভাগের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।