গরুর মাংস বিক্রিতে কুমিল্লা নগরীতে সরকার নির্ধারিত মূল্য মানছেন না ব্যবসায়ীরা। প্রতি কেজিতে ১৩৫ টাকা ৬১ পয়সা বেশি নিচ্ছেন তারা। এতে ক্রেতাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে কুমিল্লা নগরীর রাজগঞ্জ ও নিউমার্কেট বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। এছাড়া এককেজি মাংসের মধ্যে ২৫০ গ্রাম হাড় ও চর্বি দেওয়া হচ্ছে। এতে একাধিক ক্রেতার সঙ্গে মাংস বিক্রেতাদের বাকবিতণ্ডা হতে দেখা গেছে। বিক্রেতাদের দাবি সরকার নির্ধারিত মূল্যে কোনোভাবেই মাংস বিক্রি সম্ভব নয়।
মাওলানা জাকির হোসেন নামে এক ক্রেতা জাগো নিউজকে বলেন, অতিরিক্ত দামের কারণে গত ছয় মাসে এক কেজি মাংসও কিনিনি। নতুন মূল্য তালিকা দেখে গরুর মাংস কেনার ইচ্ছ ছিল। কিন্তু রাজগঞ্জ বাজারে এসে ধারণা পাল্টে গেলো। আগের দামেই তারা মাংস বিক্রি করছে। দাম বেশি কেন জানতে চাইলে তারা খারাপ ব্যবহার করে এবং সরকারের কাছ থেকে মাংস কেনার পরামর্শ দেন।
আবুল হোসেন নামে আরেক ক্রেতা বলেন, বাসায় মেহমান আসবে বলে এক কেজি গরুর মাংস নিলাম ৮০০ টাকায়। কিন্তু এরমধ্যে প্রায় ৩০০ গ্রামই হাড় ও চর্বি। প্রতিবাদ করায় অপমানিত হয়েছি। আল্লাহ ছাড়া এদের বিচার করার কেউ নেই।
ডা. আবদুস ছাত্তার ভূঁইয়া বলেন, খলিল ও নয়ন যদি সরকার নির্ধারিত দামের চেয়ে কমে মাংস বিক্রি করতে পারে কুমিল্লার ব্যবসায়ীরা কেন পারবে না? সংশ্লিষ্টরা বিষয়টির প্রতি গুরুত্ব দিলে সরকারি দামেই মাংস বিক্রি সম্ভব।
নিউমাকের্ট বাজারের মাংস ব্যবসায়ী শাহ আলম বলেন, গরু কিনতে হয় বেশি দামে। সরকারের উচিত সার্বিক বাজার বিবেচনা করে পুনরায় মাংসের মূল্য নির্ধার করা। কারণ প্রতিনিয়ত ক্রেতাদের সঙ্গে আমাদের ভুল বোঝাবুঝি হচ্ছে।
কুমিল্লা মহানগর বিসমিল্লাহ্ মাংস ব্যাবসী সমিতির সাধারণ সম্পাদক জাফর মিয়া বলেন, ৮০০ টাকায় বিক্রি করলেও লোকসান গুণতে হয়। এরপরও আমরা ব্যবসা চালিয়ে নিচ্ছি। সরকার নির্ধারিত ৬৬৪ টাকা ৩৯ পয়সায় কোনোভাবেই মাংস বিক্রি করা সম্ভব নয়।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম জাগো নিউজকে বলেন, কৃষি বিপণন অধিদপ্তর নির্ধারিত নতুন মূল্য তালিকা ব্যস্তবায়ন করতে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। দ্রুত সময়ের মধ্যে কুমিল্লায় এটি বাস্তবান করা হবে।
গত ১৫ মার্চ কৃষি বিপণন অধিদপ্তর ২৯ পণ্যের মূল্য তালিকা নির্ধারণ করে। যার মধ্যে গরুর মাংসের মূল্য নির্ধারণ করা হয় ৬৬৪ টাকা ৩৯ পয়সা।
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ শাওন
২৫/২ লারমিনি ষ্ট্রীট, ওয়ারী, ঢাকা।
ইমেইলঃ newsdesk@dhakadaily.com.bd
© ঢাকা ডেইলি