চলতি বছরের দ্বিতীয়ার্ধে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফরে আসতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান।
সোমবার (১১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বলেন, সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছে এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জন্য অগ্রাধিকার রয়েছে বলে জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সৌদি আরবের সঙ্গে পূর্বের শুধু জনশক্তি রফতানির সম্পর্ককে বহুমাত্রিক সম্পর্কে রূপ দিয়েছে এবং সৌদিতে ১০ বিলিয়নসহ পুরো উপসাগরীয় দেশগুলোতে ৫০ বিলিয়ন গাছ লাগানোর উদ্যোগে বাংলাদেশ অংশ নেবে। এ বছরের দ্বিতীয়ার্ধে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে বলেও জানান মন্ত্রী।
এদিকে সোমবারের প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১ মার্চ থেকে তুরস্কে তিন দিনব্যাপী আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম ২০২৪-এ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের মুখোমুখি বৈঠক খুবই সহায়ক ছিল। অনুষ্ঠানে ৭৩টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী ফোরামের সাইডলাইনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং সুইস পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিসের সঙ্গে বৈঠক করেন। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
হাছান মাহমুদ আরও বলেন, ৫ মার্চ জেদ্দায় ওআইসি-এর এক্সট্রাঅর্ডিনারি সিএফএম-এ যোগ দিয়ে তিনি গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে বাংলাদেশের দৃঢ় অবস্থান এবং ইসরায়েল বর্জনের প্রস্তাবের কথা জানিয়েছেন।
এছাড়া সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহারের সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছেন।’
এদিকে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত সফর প্রসঙ্গে তিনি জানান, দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ইউএই’র রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণপত্রটি ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানকে হস্তান্তর করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহর সঙ্গে জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিসহ দেশে ইউএই’র বিনিয়োগ বৃদ্ধিকল্পে মাতারবাড়ি এক্সক্লুসিভ ইকনোমিক জোন, বন্দর ও লজিস্টিক ব্যবস্থাপনা, চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় আধুনিক ইউএই’র প্রতিষ্ঠাতা শেখ জায়েদ ইবনে সুলতান আল নাহিয়ানকে উপহার দেওয়া ১১০ একর জমিতে হাসপাতাল নির্মাণে ইউএই’র বিনিয়োগ প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানান হাছান।