সাম্প্রতিককালে অনলাইনে ঘরে বসে টাকা আয়ের নানা বার্তায় সয়লাব সোশ্যাল মিডিয়া। বিশেষ করে টেলিগ্রামে এ ধরনের খুদেবার্তা প্রায়ই চোখে পড়ে। আর এই পুরো ব্যাপারটিকে ভাঁওতাবাজি বলে উল্লেখ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ (সিটিটিসি)।
সিটিটিসি জানায়, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ঘরে বসে টাকা আয়ের মতো মুখরোচক বিজ্ঞাপন হরহামেশা চোখে পড়ে। এসব বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে কেউ এই প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ করলে শুরুতে এরা ইউটিউবে বিভিন্ন ভিডিও লাইক দেয়ার জন্য বলে। প্রতিটি ভিডিও লাইকের জন্য ১০০ টাকা করে দেয়া হয়। মূলত এটিই প্রতারণার ফাঁদ।
ঘরে বসে ভিডিও লাইক দিয়ে টাকা কামানোর ফাঁদে পা দিতে শুরুতে ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আয় করার ব্যবস্থা করা হয়। এটি মূলত প্রতারক চক্র নিজেদের বিশ্বস্ততা অর্জনের জন্য করে। পরে গ্রাহককে টেলিগ্রামের হেল্পডেক্স নামক একটি গ্রুপে অ্যাড করা হয়। এই হেল্পডেক্সের মাধ্যমে নানা বিনিয়োগের প্রলোভন দেখানো হয়।
অল্প সময়ে অধিক মুনাফার এসব বিনিয়োগে যে-ই পা বাড়িয়েছে সে-ই ফাঁদে পড়েছে উল্লেখ করে সিটিটিসি জানায়, প্রলোভন দেখিয়ে এরা গ্রাহকের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। শুরুতে টাকা পাওয়ায় গ্রাহকও সরলমনে বিনিয়োগ করে। কিন্তু সব হারিয়ে বুঝতে পারেন কী ভুল তিনি করেছেন।