ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) তার নিজ বাসভবন থেকে মদ
নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ৯ বার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কিন্তু তিনি হাজিরা দেননি। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ তাঁর বাড়িতে পৌঁছায় ইডি। ঘণ্টা দুয়েকের তল্লাশি অভিযান শেষে
বাজেয়াপ্ত করা হয় তাঁর মোবাইলফোন। এরপরেই রাত ৯টা নাগাদ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়। ঘণ্টা দুয়েকের তল্লাশি অভিযান শেষে বাজেয়াপ্ত করা হয় তাঁর মোবাইলফোন। এর পরেই রাত ৯টা নাগাদ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা
হয়। মুখ্যমন্ত্রীর বাসভবনের আশপাশের এলাকায় জারি করা হয়েছে ১১৪ ধারা।
ভারতের ইতিহাসে এই প্রথম কোনো রাজনৈতিক নেতা মুখ্যমন্ত্রী থাকাকালীন অবস্থায় গ্রেপ্তার হলেন। এ বিষয়ে আম আদমি পার্টি থেকে জানানো হয়েছে, অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হলেও তার পদে অধিষ্ঠিত থাকবেন।
দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের আগে প্রায় দুই ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সন্ধ্যার আগে ইডির একটি দল কেজরিওয়ালের বাসভবনে পৌঁছায়। এই ঘটনার পর দিল্লি পুলিশ তার বাসভবনের চারপাশে নিরাপত্তা জোরদার করেছিল
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ শাওন
২৫/২ লারমিনি ষ্ট্রীট, ওয়ারী, ঢাকা।
ইমেইলঃ newsdesk@dhakadaily.com.bd
© ঢাকা ডেইলি