রবিবার , ১৭ মার্চ ২০২৪ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ আজ শেষ হচ্ছে

প্রতিবেদক
ঢাকা ডেইলি ডেস্ক
মার্চ ১৭, ২০২৪ ৬:৫৬ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

আজ রবিবার শেষ হচ্ছে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ। তিন দিনব্যাপী এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় গত শুক্রবার।

এই নির্বাচনের মধ্য দিয়ে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও ছয় বছরের জন্য ক্ষমতায় আসবেন বলে ধারণা করা হচ্ছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম দুই দিনে অর্ধেকের বেশি ভোটার কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন।

শেষ দিন দেশটির বিরোধীদের শক্তির পরীক্ষা হবে। বিরোধীরা আজ দুপুরে একই সময়ে ভোট দেওয়ার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে। এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে ‘পুতিনের বিরুদ্ধে দুপুর’।

বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্য গত দুই দিনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটকেন্দ্রে হাতবোমার বিস্ফোরণ, ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিক্ষোভও হয়েছে কোনও কোনও জায়গায়। তবে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধের সর্বশেষ ঘটনাবলি ভোটের ওপর একটি বড় ধরনের ছায়া ফেলেছে।

রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেনীয় ভূখণ্ডের কিছু অংশে যে নির্বাচন হচ্ছে, তাকে অবৈধ ও অকার্যকর বলে গণ্য করছে কিয়েভ।

সূত্র: রয়টার্স

সর্বশেষ - সারাদেশ