শিডিউল ফাঁসানো ও অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে দ্বন্দ্ব শুরু হয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার করিম ভূঁইয়া ওরফে শাহরিয়ার শাকিলের। দীর্ঘ বৈঠকের পর
সম্প্রতি তাদের মধ্যে সমঝোতা হয়েছে। আর সমঝোতায় শাহরিয়ার শাকিলকে লাখ লাখ টাকা ফিরিয়ে দিয়েছেন অভিনেতা অপূর্ব।
এ দুইজনের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে আসে টেলিভিশন প্রযোজকদের সংগঠন টেলিপ্যাব ও অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ। দুই প্রতিষ্ঠানের মাধ্যমে অপূর্ব ও শাকিল দীর্ঘ বৈঠক করে এবং এক পর্যায় একই সিদ্ধান্তে দুইজন একমত পোষণ করেন।
জানা গেছে, দীর্ঘ বৈঠকে অপূর্ব জানান, আর কোনো নাটকে অভিনয় করবেন না তিনি। সেই সঙ্গে বাকি থাকা নাটকের জন্য নেয়া অগ্রিম অর্থ ফেরত দেবেন। নাটকে অভিনয় না করে অপূর্বর অর্থ ফেরত দেয়ার বিষয়টি মেনে নেন শাকিল। এরপরই পাওনা টাকা পরিশোধ করেন অভিনেতা।
শাকিল-অপূর্বর কাজের চুক্তি অনুযায়ী, ২৪টি নাটকের জন্য ৫০ লাখ টাকা দেয়ার কথা ছিল। চুক্তিবদ্ধ হয়ে অপূর্ব ৯টি নাটকে কাজ করে প্রথমে ২৫ লাখ ও পরে ৯ লাখ সর্বমোট ৩৪ লাখ টাকা নেন। তাই হিসাব নিকাশ করে অপূর্বকে ১৪ লাখেরও বেশি টাকা ফেরত দিতে হয়েছে।
প্রসঙ্গত, চুক্তিবদ্ধ নাটকে অভিনয় না করার কারণ হিসেবে অপূর্ব গল্পের মান, সহ-অভিনয়শিল্পী, পরিচালক ও বাজেট নিয়ে প্রশ্ন তোলেন। কাজগুলো প্রচারের পর ভক্তদের কাছে তেমন সাড়া না পাওয়ায় চুক্তিবদ্ধ নাটকে কাজ না করার সিদ্ধান্ত নেন অপূর্ব।
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ শাওন
২৫/২ লারমিনি ষ্ট্রীট, ওয়ারী, ঢাকা।
ইমেইলঃ newsdesk@dhakadaily.com.bd
© ঢাকা ডেইলি