আল্লু অর্জুনের ভক্ত-অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। কবে আসবে ‘পুষ্পা-২’, সেই অপেক্ষায় রয়েছে সবাই। আগেই ঘোষণা করা হয়েছে ২০২৪ সালের ১৫ অগাস্ট এ সিনেমা মুক্তি পাবে।
এ আবহে শোনা যাচ্ছে, আল্লু অর্জুন ও সুকুমার ‘পুষ্পা’র এ খ্যাতি যতটা সম্ভব ব্যবহার করে নেওয়া যায়, সেই চেষ্টা করছেন। দক্ষিণের এক সংবাদ সংস্থা সূত্রে খবর খুব শিগগিরই মুক্তি পাবে ‘পুষ্পা-৩’ও।
আগেই ঘোষণা করা হয়েছিল ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজি হাজির হবে তাদের তৃতীয় সিনেমা নিয়ে। সেই আবহেই শোনা যাচ্ছে ২০২৪ সালে ‘পুষ্পা: দ্য রুল’ মুক্তির পর ২০২৫ সালেই মুক্তি পাবে ‘পুষ্পা-৩’। তৃতীয় সিনেমা মুক্তিতে বিশেষ দেরি করতে চান না তারা। সুকুমারের সঙ্গে এ মুহূর্তে নিজের সমস্ত মনোযোগ ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজিতেই দিতে চান আল্লু অর্জুন।
অনেক আগেই খবর রটেছিল, তারা ‘পুষ্পা-২’ ও ‘পুষ্পা-৩’ সিনেমার কাজ একসঙ্গে করছেন। দীর্ঘ একটি শিডিউল শেষ করেছেন নির্মাতা সুকুমার ও অভিনেতা আল্লু অর্জুন। এবং তাতেই মনে করা হচ্ছে যে তারা একসঙ্গে ‘পুষ্পা: দ্য রুল’ ও ‘পুষ্পা-৩’ দুই সিনেমা কাজ সারছিলেন।
‘পুষ্পা-২’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। দুই সিনেমার মুক্তির মধ্যে বিশেষ ব্যবধান তারা রাখতে চান না বলেই এমন তড়িঘড়ি কাজ শেষের চেষ্টা বলে দাবি সূত্রের। ‘পুষ্পা: দ্য রাইজ’ বা এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০২১ সালে, ঠিক লকডাউনের পরপরই।
সেই বছরে এ সিনেমা ৩৬৫ কোটি রুপির ব্যবসা করে যা মোটা অংকের ব্যবসা করা ভারতীয় সিনেমাগুলোর অন্যতম। বক্স অফিসে এ সিনেমা মুক্তি পায় ‘৮৩’-র সঙ্গে, তবে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ লাভের পরীক্ষায় উত্তীর্ণ হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ শাওন
২৫/২ লারমিনি ষ্ট্রীট, ওয়ারী, ঢাকা।
ইমেইলঃ newsdesk@dhakadaily.com.bd
© ঢাকা ডেইলি