শনিবার , ৯ মার্চ ২০২৪ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

এক ওভারেই স্বপ্ন শেষ, শ্রীলঙ্কার কাছে সিরিজ হার বাংলাদেশের

প্রতিবেদক
ঢাকা ডেইলি ডেস্ক
মার্চ ৯, ২০২৪ ১:২৯ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

সিরিজ জিততে হলে ১৭৫ রান করতে হবে। লক্ষ্যটা খুব বেশি বড় নয়। দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ ১৭০ রান পাড়ি দিয়েছিলো ১১ বল হাতে রেখে। আজ না হয় ৫ রান বেশি; কিন্তু ১৭৫ রান তাড়া করতে নেমে ৪র্থ ওভারেই বাংলাদেশের সিরিজ জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়।

স্বপ্ন শেষ করে দেন নুয়ান থুসারা। ১৯ বছর বয়সী এই লঙ্কান পেসারের বোলিং স্টাইল পুরোপুরি লাসিথ মালিঙ্গার মতো। ওভারের প্রতিটি বলই ইয়র্কার লেন্থের দেয়ার চেষ্টা করেন।

তার ইয়র্কার লেন্থের বলই ভালোভাবে পড়তে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ৪র্থ ওভারে নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় এবং মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট তুলে নিলেন পরপর তিন বলে। দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন তিনি।

বাংলাদেশ যাদের ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখছিলো, ৪র্থ ওভারে পরপর তিন বলে তাদের উইকেট হারানোর পর সেই স্বপ্ন শেষ হয়ে যায়। নুয়ান থুসারা শেষ পর্যন্ত ২০ রান দিয়ে নিলেন ৫ উইকেট। বাংলাদেশের কোমর যেভাবে তিনি ভেঙে দিয়েছিলেন, সেখান থেকে আর বের হতে পারেনি টাইগার ব্যাটাররা।

বাংলাদেশ শেষ পর্যন্ত অলআউট হলো ১৯.৪ ওভারে ১৪৬ রানে। হার মানতে হলো ২৮ রানের ব্যবধানে।

টস জিতে প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রানের স্কোর গড়ে তোলে লঙ্কানরা। ৫৫ বলে ৮৬ রান করেন কুশল। ৬টি করে বাউন্ডারি এবং ছক্কার মার মারেন তিনি।

নুয়ান থুসারার ইয়র্কারে ৬ষ্ঠ ওভারের তৃতীয় বলে বোল্ড হয়ে যান সৌম্য সরকার। ১০ বলে ১১ রান করেন তিনি। জাকের আলি অনিককে ঘিরে একটা আশা ছিল। কিন্তু সেটাও শেষ হয়ে গেলো, যখন দেখা গেলো ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে মাত্র ৪ রান (১৩ বল খেলে) করে আউট হয়ে যান তিনি।

সর্বনিম্ন স্কোরের মধ্যে যখন অলআউট হওয়ার শঙ্কা দেখা দেয়, তখন শেখ মেহেদী হাসান এবং রিশাদ হোসেন মিলে প্রতিরোধ গড়ে তোলেন। তারা দু’জন মিলে গড়েন ৪৪ রানের জুটি। ২০ বলে ১৯ রান করে আউট হন মেহেদী হাসান। হাসারাঙ্গার বলে বোল্ড হন তিনি।

রিশাধ হোসেন ২৬ বলে হাফ সেঞ্চুরি পূরণ করার পর ৩০ বলে ৫৩ রান করে আউট হন তিনি। তবে তার আগে গুনে গুনে ৭টি ছক্কার মার মারেন রিশাদ। বাউন্ডারি একটিও নেই। তাসকিন আহমেদও বেশ চালিয়ে খেলতে পেরেছিলেন। তিনিও ২টি ছক্কা এবং ৩টি বাউন্ডারির মার মারেন। ২১ বলে তিনি খেলেন ৩১ রানের ইনিংস। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৪৬ রানে অলআউট টাইগাররা।

সর্বশেষ - সারাদেশ