হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার (১৫ মার্চ) বেলা ২টার দিকে একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ছোট-বড় ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তন্মধ্যে সফর আলীর চা দোকান,
ফুল মিয়ার মিষ্টির দোকান, ফরিদ মিয়ার ফলের দোকান, করিম মিয়ার হোটেল, সেলুন, কম্পিউটার দোকান, মোবাইল সার্ভিসিংসহ কয়েকটি টং দোকান পুড়ে গেছে।
তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিক বলতে পারেনি না ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাডেইলি.কম.বিডি লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dhakadaily2021@gmail.com ঠিকানায়।