হবিগঞ্জের নবীগঞ্জে ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর পক্ষের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
সংঘর্ষ চলাকালে বেশকিছু দোকানপাট ও মার্কেট ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নবীগঞ্জ শহরের নতুন বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কলেজছাত্র তাহসিন হত্যার ঘটনার সূত্র ধরে ওই উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনাতাবাদ গ্রামের বাসিন্দা সৈয়দ খালেদুর রহমান এবং আনমনু গ্রামের বাসিন্দা পৌর কাউন্সিলর নানু মিয়ার
লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়।
প্রায় তিন ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ছুটোছুটি করে।