রূপগঞ্জের গাউছিয়া কাচাবাজারে ১৭০ টি দোকানের জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়েছে। গত ২৪ মার্চ রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। এতে প্রায় ৩শ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান রূপগঞ্জ ফায়ার সার্ভিস আগুন লাগার দেড় ঘন্টা পরে ঘটনাস্থলে এসে পৌঁছে। তারা আগুন লাগার সঙ্গে সঙ্গে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতো। ডেমরা ও আড়াইহাজার থেকে ফায়ার সার্ভিস কর্মীরা আগে এসে নিয়ন্ত্রণের জন্য কাজ করে। রবিবার (২৪ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আগুন লাগার কারণ খুঁজতে গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে ২০২২ সালেও একই মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এবার ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা দোকানে বিভিন্ন রকমের মালপত্র তুলে রেখে ছিলেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কান্না যেনো এখন থামছে না।
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ শাওন
২৫/২ লারমিনি ষ্ট্রীট, ওয়ারী, ঢাকা।
ইমেইলঃ newsdesk@dhakadaily.com.bd
© ঢাকা ডেইলি