মোংলা ইপিজেডে দেড় সহস্রাধিক শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার (২৫ মার্চ) সকাল থেকে ভিআইপি নামক একটি ভারতীয় ব্যাগ কোম্পানির শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ফ্যাক্টরি এলাকায় ইট-পাটকেল নিক্ষেপসহ ভাঙচুরের চেষ্টা চালায়।
এক পর্যায়ে ইপিজেডের নিরাপত্তা কর্মী ও পুলিশের সঙ্গে শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালে বিক্ষুব্ধ শ্রমিকরা বেপরোয়া হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজন শ্রমিককে আটক করে থানায় আনা হয়েছে।
এ দিকে ভিআইপি ফ্যাক্টরির মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আইন মেনে অগ্রিম বেতন ও ঈদ বোনাস পরিশোধ করে শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে। তারপরও কিছু শ্রমিক বিনা উস্কানিতে ফ্যাক্টরিতে হামলা চালিয়ে ভাঙচুর চালায়।
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ শাওন
২৫/২ লারমিনি ষ্ট্রীট, ওয়ারী, ঢাকা।
ইমেইলঃ newsdesk@dhakadaily.com.bd
© ঢাকা ডেইলি