মুন্সিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে ২১ হাজার ৯৯৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন চৌধুরী ফাহরিয়া আফরিন। এর ফলে প্রথমবারের মতো নারী মেয়র পেলো মুন্সিগঞ্জবাসী। নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকের মাহতাবউদ্দিন কল্লোল পেয়েছেন ৬১০ ভোট।
শনিবার (৯ মার্চ) দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. বশির আহমেদ।
চৌধুরী ফাহরিয়া আফরিন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের স্ত্রী।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ৯ ওয়ার্ডের ২৫টি কেন্দ্রের ভোটগ্রহণ চলে। ইভিএম পদ্ধতিতে দিনভর ২২ হাজার ৬০৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যা মোট ভোটের ৩৯ শতাংশ।
প্রসঙ্গত, পৌরসভার মেয়রপদ থেকে মোহাম্মদ ফয়সাল বিপ্লব পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় মেয়রপদ শূন্য ঘোষণা করা হয়। এরই প্রেক্ষিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হলো।
প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ শাওন
২৫/২ লারমিনি ষ্ট্রীট, ওয়ারী, ঢাকা।
ইমেইলঃ newsdesk@dhakadaily.com.bd
© ঢাকা ডেইলি