নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাসের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।গত বৃহস্পতিবার উপজেলার পাড়াগাঁও ও বরাবো এলাকায় এই অভিযান চালানো হয়।
এতে নেতৃত্ব দেন তিতাসের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান। অভিযানে বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও গ্যাস রেগুলেটর জব্দ করা হয়।
এ বিষয়ে তিতাসের সোনারগাঁ অঞ্চলের ডিজিএম প্রকৌশলী সুরুজ আলম ঢাকা ডেইলি কে বলেন, ‘রূপগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচুর অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। সেই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে আজকে অভিযান চালানো হয়।’ তিনি বলেন, ‘উপজেলার পাড়াগাঁও এলাকায় দুই কিলোমিটার এলাকার দেড় হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অন্যদিকে বরাবো এলাকায় একটি বেকারি, একটি রেস্টুরেন্ট ও একটি মিষ্টির দোকানে অবৈধ গ্যাস সংযোগের উপস্থিতি পাওয়ায় তাদের সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এই ধরনের অভিযান ধারাবাহিক অব্যাহত থাকবে।’