বুধবার , ২০ মার্চ ২০২৪ | ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

মদিনায় গেলে যে ৪ সুন্নত পালন করবেন

প্রতিবেদক
ঢাকা ডেইলি ডেস্ক
মার্চ ২০, ২০২৪ ২:০০ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ওমরাহর সফরে গেলে মদিনায় যাওয়া, মসজিদে নববি ও নবিজির (সা.) কবর জিয়ারত করা, নবিজিকে (সা.) সালাম দেওয়া গুরুত্বপূর্ণ সুন্নত আমল।

মদিনায় গেলে যে ৪ সুন্নত পালন করবেন

১. মসজিদে নববিতে বেশি বেশি নামাজ আদায় করুন

মসজিদে নববি ইসলামে বিশেষ ফজিলতপূর্ণ মসজিদ। মসজিদে নববিতে নামাজ আদায় করার সওয়াবও অন্যান্য মসজিদে নামাজ আদায়ের চেয়ে অনেক বেশি। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম) বলেছেন, আমার এ মসজিদে এক নামাজ আদায় করা মসজিদে হারাম ছাড়া অন্যান্য মসজিদে এক হাজার নামাজ আদায় করার চেয়েও উত্তম। (সুনানে ইবনে মাজা ১৪০৬, মুসনাদে আহমাদ: ১৪৬৯৪)

মসজিদে নববির একটি অংশকে হাদিসে ‘রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ’ বা জান্নাতের অন্যতম উদ্যান বলা হয়েছে। (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)

২. নবিজির (সা.) কবর জিয়ারত করুন

মদিনায় অবস্থানকালীন সময়ে বারবার নবিজির (সা.) কবর জিয়ারত করুন, নবিজির (সা.) দরবারে সালাম পেশ করুন। আমরা আগেই উল্লেখ করেছি যে, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, যে আমার ওফাতের পর হজ করলো অতঃপর আমার কবর জিয়ারত করতে আসলো সে যেন আমার জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো। (সুনানে বায়হাকি: ৩৮৫৫)।

৩. মসজিদে কুবায় নামাজ আদায় করুন

মদিনার মসজিদে কুবা নবিজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হাতে বানানো প্রথম মসজিদ। কোরআনে মসজিদে কুবার প্রশংসা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার ওপর প্রথম দিন থেকে তা বেশী হকদার যে, তুমি সেখানে নামাজ আদায় করতে দাঁড়াবে। সেখানে এমন লোক আছে, যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে ভালবাসে। আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালবাসেন। (সুরা তওবা: ১০৮)

৪. ওহুদের শহিদদের কবর জিয়ারত করুন

ওহুদ প্রান্তরে ওহুদ যুদ্ধে শহিদ সাহাবীদের কবর রয়েছে। যাদের মধ্যে রয়েছেন শহিদদের সর্দার আল্লাহর রাসুলের (সা.) চাচা হজরত হামজা (রা.), হজরত হানজালা (রা.), হজরত আবু সালামাসহ (রা.) অনেক  করে তিনি বলেছিলেন, হে আল্লাহ, আপনার দাস ও নবি সাক্ষ্য দিচ্ছে যে, এরা শহিদ। কেয়ামত পর্যন্ত যারা এদের কবর জিয়ারত করবে এবং সালাম দেবে শহিদগণ তাদের সালামের জবাব দেবেন। (মুসতাদরাকে হাকেম: ৪৩২০)

সর্বশেষ - লাইফ স্টাইল